February 9, 2023

বাংলাদেশের কৃষিতে কীটনাশকের ব্যবহার দিন দিন আধুনিক হচ্ছে। নতুন প্রযুক্তির কীটনাশক ফসলের সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি করছে। কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে স্টেট এগ্রি সাইন্স লিমিটেড অত্যাধুনিক ও পরিবেশবান্ধব কীটনাশক বাজারজাত করছে, যা কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি পাইরিফস ৫৭ ইসি, সাইপারমেথ্রিন ১০ ইসি এবং ইমিডাক্লোপ্রিড ১৭.৮ এসএল এর মতো কার্যকরী কীটনাশক সরবরাহ করছে। এসব কীটনাশক ধানের মাজরা পোকা, শস্যের ক্ষতিকর পোকামাকড় ও অন্যান্য কীটনাশক প্রতিরোধে ভূমিকা রাখছে।

কৃষি বিশেষজ্ঞদের মতে, আধুনিক কীটনাশকের সঠিক প্রয়োগ করলে ফসলের ক্ষয়ক্ষতি কমে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তবে কীটনাশকের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। স্টেট এগ্রি সাইন্স লিমিটেড এ বিষয়ে কৃষকদের জন্য পরামর্শসেবা ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

কৃষকদের আরও কার্যকর সমাধান দিতে প্রতিষ্ঠানটি উন্নত কীটনাশকের গবেষণা চালিয়ে যাচ্ছে। ফসলের গুণগত মান রক্ষা ও কীটনাশকের অপব্যবহার রোধে তারা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

Posted in Organic FoodTags

One thought on “আধুনিক কীটনাশকের ব্যবহার বাড়ছে, বাড়ছে ফসলের উৎপাদন

  • Mauris non dignissim purus, ac commodo diam. Donec sit amet lacinia nulla. Aliquam quis purus in justo pulvinar tempor. Aliquam tellus nulla, sollicitudin at euismod

Leave a comment